রিপন আহমদ সিলেট প্রতিনিধি বিডি টিভি
জাতীয় পর্যায়ের খেলোয়াড় গড়ার লক্ষ্যে লালাবাজার স্কুল এন্ড কলেজ মাঠে আজ উদ্বোধন হলো তাজুল ইসলাম ক্রিকেট একাডেমির প্রেকটিস ।
তাজুল ইসলাম ক্রিকেট একাডেমির প্রধান উপদেষ্টা ও লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব খায়রুল আফিয়ান চৌধুরীর সভাপতিত্বে এবং তারেক আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল সিলেট ক্রিকেটার্স ওয়েলফার এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও সাবেক কৃতি ক্রিকেটার জনাব আহমদ জুলকারনাইন।
একাডেমির ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে রাখেন একাডেমির সভাপতি ফয়জুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে একাডেমির পরিচালনা পরিষদের সদস্যরা অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সিলেট বিভাগীয় ক্রিকেট আম্পায়ার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব আশরাফ আরমান।
এছাড়াও আরো যারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারা হলেন বিশিষ্ট সমাজসেবী জনাব আব্দুশ শহিদ, বিশিষ্ট সমাজসেবী জনাব তোয়াজিদুল হক তুহিন, বিশিষ্ট সমাজসেবী জনাব আমিনুর রহমান চৌধুরী শিফতা, সাবেক ছাত্রনেতা জনাব লায়েক আহমদ জিকু,জনাব ফাহিম মাহমুদ ফুরুক।
অনুষ্ঠানে একাডেমির উপদেষ্টা পরিষদ ও সাবেক ক্রিকেটারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন একাডেমির অন্যতম উপদেষ্টা ও সাবেক ক্রিকেটার ইঞ্জিনিয়ার সুরমান আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সানরাইজ ক্রিকেট ক্লাবের সাবেক ক্রিকেটার আবুল কালাম, অগ্রণী ব্যাংকের শাখা পরিচালক সেলিম আহমদ, মেলবোর্ন ক্রিকেট ক্লাব লালাবাজারের সাবেক ক্রিকেটার শামিম আহমদ, একাডেমির কোচ শাহনাজ মিয়া,অবিভাবক লাল মিয়া ।
এবং ভিডিও কলের মাধ্যমে যুক্তরাজ্য থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন একাডেমির প্রতিষ্ঠাতা জনাব তাজুল ইসলাম,, বলেন,
আলহামদুলিল্লাহ্!
দীর্ঘ প্রতিক্ষার পর গতকাল(১জানুয়ারি -২০২১) যাত্রা শুরু হলো তাজুল ইসলাম ক্রিকেট একাডেমির। একাডেমির এ শুভসূচনালগ্নে যারা আমাদের সহযোগিতা,পরামর্শ ও উৎসাহ প্রদান করেছেন এবং অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ, প্রশিক্ষণার্থীবৃন্দ, অভিবাবক, শুভাকাঙক্ষীসহ যাদের কষ্টকর উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি সর্বাত্মক সুন্দর ও সফলতা লাভ করেছে তাদের সবাইকে আমি আমার ব্যাক্তিগত পক্ষ থেকে জানাই অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। যারা আমাকে ফোনকল, মেসেজ এবং ফেসবুকে শুভকামনা জানিয়ে সাহস যুগিয়েছেন সবার প্রতি ও রইল অফুরন্ত কৃতজ্ঞতা।
আমি শুধু একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি মাত্র, কিন্ত এটা বাস্তবায়নে দেশ ও বিদেশের অনেকের ভূমিকা ও সহযোগিতা আছে। যাদের অক্লান্ত পরিশ্রমে গতকাল একাডেমির উদ্যোগে ক্রিকেট বল মাঠে এসে গড়ালো তারা হল প্রিয়বন্ধু ফয়জুল,সুমন, আকতারসহ পরিচালনা পরিষদের প্রতিটি সদস্যবৃন্দ। পরিচালনা পরিষদের সবাইকে তাই অনেক অনেক শুভকামনা ও ধন্যবাদ। আমাদের মনে রাখতে হবে, এটা শুরুমাত্র,গন্তব্য বহুদূর!
আমি আরও ধন্যবাদ জানাই, আমাদের প্রধান উপদেষ্টা খায়রুল আফিয়ান চৌধুরীসহ উপদেষ্টামন্ডলীর সকল সম্মানিত সদস্যদের, যাদের সুপরামর্শ ও দিকনির্দেশনায় এমন একটি কার্যক্রম কার্যকর ও নিখুঁতভাবে বাস্তবায়ন সম্ভব হয়েছে।
ধন্যবাদ শ্রদ্ধাভাজন কামরান আহমেদ সিকন্দরী চাচা,কবি নুরুস সুফিয়ান চৌধুরী,জনাব মামুনুল হক সাজু ভাই,জনাব আব্দুল আজিজ ভাই, জনাব আব্দুল হাফিজ ফজলু ভাই,জনাব আশরাফুল হক খান রুমান ভাইকে। এলাকার ক্রিকেট উন্নয়নে আপনাদের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা, আন্তরিকতা ও স্বতঃস্ফূর্ত সমর্থনের জন্য। প্রকৃতপক্ষে একাডেমির দুর্গম যাত্রাপথকে আপনারা আমার জন্য সহজ ও মসৃণ করে দিয়েছেন।
বিশেষ ধন্যবাদ সর্বজনাব আশরাফ আরমান, জনাব ফয়েজ উদ্দিন এলেন, সাবেক BCB কোচ জনাব মারুফ হাসান, কবির আহমদ সুহেল,জুনেদ আহমদ এলাহী, এবং লায়েক আহমেদ জিকো সহ আরো অনেকেই যাদের নামের তালিকা বলে শেষ করার নয়।
পরিশেষে বলব, যে লক্ষ নিয়ে একাডেমিটির যাত্রা শুরু, এখান থেকেই একদিন জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরির মাধ্যমে সে লক্ষ অচিরেই পূরণ হবে ইনশাআল্লাহ। অতীতের মত ভবিষ্যতে ও সবার সহযোগিতা,ভালোবাসা ও সমর্থনের প্রত্যাশায় সবাইকে আবারও ধন্যবাদ।
এছাড়াও একাডেমির পক্ষ থেকে বক্তব্যে রাখেন সহ সভাপতি সুমন আহমদ, আখতার আহমদ, আবুল কালাম, মুকিত খান,জুহেল আহমদ,আব্দুল কাইয়ুম, ইমন আহমদ ও প্রবাসী সামছুল ইসলাম প্রমুখ ,
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে মাঠের পিচ উদ্বোধন করেন এবং একাডেমির ক্ষুদে ক্রিকেটারদের সাথে পরিচিত হন ও নানা পরামর্শ দেন।
Leave a Reply