নিজস্ব প্রতিবেদক বিডি টিভি।।
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুর হাটে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী মিছিলে অতর্কিত হামলা শুরু করেন কোম্পানীগঞ্জ চরএলাহীর রাজ্জাক চেয়ারম্যান ও তার বাহিনীর সদস্য কালাম, বেলাল শেখ,ফয়সাল,পাভেল,সাজু,শরীফ,সহ আরো অনেকে চরএলাহী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক ও তার ছোট ভাই সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের ক্রিড়া সম্পাদক রহমান ইসলাম ফয়সাল , কে গুরুতর আহত করেন, সেই সময় হামলাকারী দের বাদা সৃষ্ঠি করলে তারা এনাম, দেলোয়ার ও মালেক এর ভগ্নিপতি মাকসুদ রহমান মিয়া উপর ও হামলা চালান,আহত ব্যক্তিরা হাসপাতে চিকিৎসার জন্য গেলে সেখানে স্কয়ার ডায়াগনস্টিক হাসপাতালে ভাংচুর করেন।
আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা ব্যবস্থা নেওয়া কালে দায়িত্ব রত ডাঃ মাসুদুর রহমান মিয়া কে সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন। দায়িত্বরত চিকিৎসক জানান সকলে গুরুতর আহত হয়েছে বাঁশ লাঠি দিয়ে আগাত করায় হাত পা সহ বিভিন্ন অংশ ভেঙে যায়।এবং তাদের কে প্লাস্টার সারর্জারি করার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পেরণ করা হয়।
Leave a Reply