রিপন আহমদ সিলেট প্রতিনিধি বিডি টিভি।।
নতুন বছর উপলক্ষে সিলেটে আজ হাইডেলবার্গ সিমেন্ট কোম্পানি. স্ক্যান সিমেন্ট. ও রুবি সিমেন্ট.
সিলেট জোনে( Distributor) মেসার্স মোনায়েম খান বাবুল উনার জন্ম বার্ষিকী উপলক্ষে কার্যালয় এক মতবিনিময় ও শুভেচ্ছা বার্তা অনুষ্ঠান কার্যকর করা হয়. অনুষ্ঠানের শুরুতে প্রথমে ভিডিও কল রেফারেন্স এর মাধ্যমে বাংলাদেশ হাইডেলবার্গ গ্রুপের দুইজন সিনিয়র ডিরেক্টর জনাব, সাইফুদ্দিন নাসির সাহেব.ডিরেক্টর ( সেলস ও মার্কেটিং) ও জনাব ,মীর শামসুদ্দীন আহমদ সাহেব সিনিয়র ম্যানেজার( division-2)সাথে শুভেচ্ছা বার্তা আদান-প্রদান সাক্ষাৎ করেন . মেসার্স মোনায়েম খান বাবুল সাহেব. সাক্ষাত কালে একে অন্যের প্রতি মত বিনিময়ে ব্যবসার প্রতি খবরাখবর রাখেন তারা. কিভাবে নতুন বছরে অগ্রসর হওয়া যায়.
সেই লক্ষ্য ও কৌশল কাজে লাগিয়ে চালিয়ে যাওয়ার আহ্বান জানান. এতে উপস্থিত ছিলেন হাইডেলবার্গ গ্রুপের
জনাব মোহাম্মদ মহসীন সাহেব (রিজিওনাল সেলস ম্যানেজার)ও জনাব ইঞ্জিনিয়ার রশেবুল হাসান.( ম্যানেজার টেকনিক।ল সার্ভিস) সিলেট জোনের হেড সেলস ম্যানেজার (md)আলআমিন সাহেব. স্কিনের মার্কেটিং অফিসার মোহাম্মদ হান্নান. মোহাম্মদ সাদমান .ও মেসাস মোনায়েম খানের বাবুল সাহেবের সত্তরাধিকারী ওনার দ্বিতীয় ছেলে ইব্রাহিম আল সামুন খান’ও আরো উপস্থিত ছিলেন . প্রমূখ.
অনুষ্ঠান শেষে এক সেমিনার বসে কিভাবে ব্যবসা চালিয়ে যাওয়া যায় সে বিষয়ে কুশল বিনিময় করেন প্রধান অতিথিরা . পরে অনুষ্ঠানের শেষে পরিচয় পর্ব প্রতিষ্ঠানের মার্কেটিং সিনিয়র ম্যানেজার
সাদিকুর রহমান. ও মার্কেটিং ম্যানেজার
নিকিল মালাকার. সাইফুল আলম. সুলতান আহমদ. রিপন আহমদ. এবং অফিস স্টাফ সবার সাথে অতিথিরা সাক্ষাৎ করেন.
Leave a Reply