শেখ হাছিনার জনপ্রিয়তা বেড়েছে আপনাদের
নয় নেতাকর্মীদের উদ্দেশে আঃ কাদের মীর্জা
মোঃ আবুল বাসার.ষ্টাফ রিপোর্টার.নোয়াখালী
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদের নোয়াখালী বসুরহাট পৌর সভা নির্বাচনে সরকার দল আওয়ামী লীগের মনোনীত মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে ভোটে লড়ছেন।
তার সাথে বিএনপির মনোনীত ধানের শীষের প্রতীক নিয়ে কামাল উদ্দিন চৌধুরী ও জামায়াতের মোশারেফ হোসেন মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
নৌকার প্রার্থী মির্জা কাদের বসুরহাট পৌর সভায় চোখে পড়ার মত উন্ননয় করেছে, তাই নির্বাচনী প্রচারনায় সাধারণ জনগনের ও ভোটারের স্বতস্ফূর্ত অংশ গ্রহণ দেখে মির্জা কাদের ফুরফুরে মেজাজে বিভিন্ন নির্বাচনী পথসভা করে যাচ্ছে।
তার জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে ও কুচক্রী মহল তার পোষ্টার, পেষ্টুন ছিঁড়ে ফেলায় তার প্রতিকারে প্রশাসন ও জেলার দলীয় রাজনৈতিক ব্যক্তিদের কোন সুবিচার না পাওয়ার অভিযোগ করেন।
তিনি বিভিন্ন পথ সভায় অভিযোগ করে বলেন, তাকে হারানোর জন্য নিজ দলের নেতারা অপচেষ্টা করছে। ইতিমধ্যে তাকে ৪বার হত্যার উদেশ্যে তার উপর ও বাড়ীতে দুর্বৃত্তরা হামলা করেছে।
তিনি নোয়াখালীর স্থানীয় ও জেলা নেতাদের ইঙ্গিত করে বলেন “আমনে গো (আপনাদের) জনপ্রিয়তা বাড়েনি, বাড়ছে শেখ হাসিনার জনপ্রিয়তা ” আন্নেরা আরো জনপ্রিয়তা নষ্ট কইত্তেছেন (করছেন) সুস্থ নির্বাচন হলে ২/১জন ছাড়া বাকিরা পালাইবার দজ্জা (দরজা) টোগাই হাইতেন নয় (খুঁজে পাবেন না)।
মির্জা কাদের সাংবাদিকদের বলেন, আপনারা সঠিক কথা তুলে ধরেন, ভয় করবেন না। কিছু সাংবাদিক আমার বক্তব্যের খন্ড অংশ প্রচার করে বিভ্রান্ত চড়াচ্ছেন। আমার নেত্রী ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছে, এবার বলবো মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেন। টেন্ডার বাজ, নারীবাজি, নিয়োগ বাণিজ্যের নেতাকর্মী -যাতে জন প্রতিনিধি না হতে পারে নেত্রীর কাছে এ দাবি করবো।
আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, প্রশাসন কে বলেছি বসুরহাট পৌর সভায় এ নীতিতে ভোট চাই!তাতে যদি আমি এক ভোট পাই আমি মেনে নেব। আমি আমৃত্যু সত্য কথা বলে যাবো, নেত্রী সত্য পছন্দ করেন।
যারা আমাদের নেতা ওবায়দুল কাদেরের গালে -গালে জুতা মারো তালে -তালে শ্লোগান দিয়েছে, তারা আজ নোয়াখালীতে নেতৃত্ব দিচ্ছে, টেন্ডার বাজি করছে, নিয়োগ বাণিজ্য করছে। আমি তাদের মানি না। আমি মৃত্যু কে ভয় পাইনা বাকী জীবন সত্য কথা বলবো, মানুষের কল্যাণে কাজ করে যাবো।
Leave a Reply