নিজস্ব প্রতিনিধি || বিডি টিভি
আসন্ন সন্দ্বীপ পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে নৌকা মনোনীত মেয়র প্রার্থী মোক্তাদের মাওলা সেলিম তার নির্বাচনী এলাকায় প্রচারণার কর্মসূচি হিসেবে নানা কর্মসূচি পালন করেন,তারই ধারাবাহিকতায় আজ বুধবার দিন ব্যাপি নানান কার্যক্রম করেন,সন্ধ্যার পর ৮ নং ওয়ার্ড এর শাপলা আবাসিক এলাকায় উঠান বৈঠক কর্মসূচি করেন।
তার আগে দুপুরের পর পৌরসভা মার্কেটে সকল ব্যবসায়ীদের সাথে একটি সমাববেশ করেন।
প্রচারণা কালীন সময়ে তিনি জয়যুক্ত হলে যেসকল বিষয়ে জোর দিবেন ও স্বপ্ন দেখেন,
১| ডিজিটাল স্যাটেলাইট সিটি করা।
২| শিক্ষা ও বিশেষ করে নারীদের শিক্ষার সুযোগ তৈরি করা।
৩| দলমত নির্বিশেষে সকল মানুষকে আধুনিক নাগরিক সেবা করা।
৪| পর্যটন নগরী হিসেবে তৈরি করা।
৫| অবকাঠামোগত উন্নয়ন করা।
৬| মাদক / সন্ত্রাস নির্মুল করা।
৭| সরকারি / বেসরকারি খাতে যুব সমাজ কে নাগরিক সুবিধা প্রদান করা।
Leave a Reply